বাংলাদেশের তৈরী বিশ্বমানের সাবমেরিন বিদ্ধোংসী যুদ্ধজাহাজ দুর্গম ও নিশান।

আগে বিদেশ থেকে আমদানি করা হলেও দেশে এই প্রথম বড় দুটি যুদ্ধ জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। এছাড়া নির্মাণ করা হয়েছে দুটি টাগবোটও। বুধবার খুলনার খালিশপুরে, তিতুমীর নৌঘাঁটিতে জাহাজ দুটির কমিশনিং করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। খুলনা শিপইয়ার্ডে ২০১৫ সালে শুরু হয় দুটি এ্যান্টি-সাবমেরিন লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের কাজ। এরই মধ্যে কাজ শেষ করে সাগরে নামতে প্রস্তুত বিএনএস দুর্গম ও নিশান নামের জাহাজ দুটি। প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ৬৪ দশমিক ২ মিটার, প্রস্থ ৯ মিটার আর গভীরতা ৫ দশমিক ২৫ মিটার। চলতে পারবে ২৫ নটিক্যাল মাইল গতিতে। অত্যাধুনিক সমরাস্ত্র সজ্জিত জাহাজ দুটিই শত্রুর সাবমেরিন মনাক্ত ও বিধ্বংসী টর্পেডো নিক্ষেপ করতে সক্ষম। স্বাভাবিক সময়ে এগুলো ব্যবহৃত হবে সমুদ্রসীমার নিরাপত্তায়। জাহাজ দুটির পাশাপাশি নৌবাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি টাগবোট।