Saab JAS-39 Gripen.
গ্রিপেন সুইডেনের
তৈরি ডেল্টা উইং লাইটওয়েট
মাল্টিরোল ফাইটার। ১৯৭৯
সালে সুইডেন সরকার
একটি শক্তিশালী ও
কার্যকরী বিমান নির্মাণের
পরিকল্পনা গ্রহন
করে যা একইসাথে আকাশ যুদ্ধ,
ভূমিতে বোমাবর্ষণ ও
গোয়েন্দাগিরি করার জন্য
বিশেষভাবে পারদর্শী।
এটি প্রথম সার্ভিসে আসে ১৯৯৭
সালের পহেলা নভেম্বর।
সুইডিশ এরোস্পেস
কোম্পানি (SAAB) নির্মিত
সুপারসনিক এই
বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক
২ (২২০৪ কিঃমিঃ/ ঘণ্টা)/
ইউরোপিয়ান
এবং ন্যাটো স্ট্যান্ডার্ডে তৈরি এই
বিমানের পরিচালন ব্যয়
তুলনামুলকভাবে কম।
বর্তমানে সুইডেন ছাড়াও
দক্ষিন আফ্রিকা, থাইল্যান্ড,
ইংল্যান্ড, হাঙ্গেরি, চেক
প্রজাতন্ত্রের বিমান
বাহিনীতে এই বিমান ব্যবহৃত
হচ্ছে। BAF সুইডেন থেকে কিনতে চেয়েছিল
কিন্তু কারন বশতঃ পরে বাতিল হয়।
No comments:
Post a Comment