আগামী ২০২০ সালের মধ্যে দূরপাল্লার এভিয়েশানের জন্য নতুন প্রজন্মের প্রসপেকটিভ এয়ার কমপে্লকস (Pak DA) বোম্বার পেতে যাচ্ছে।



রুশ বিমান বাহিনী আগামী ২০২০
সালের মধ্যে দূরপাল্লার
এভিয়েশানের জন্য নতুন
প্রজন্মের প্রসপেকটিভ এয়ার
কমপে্লকস (Pak DA) বোম্বার
পেতে যাচ্ছে। এর
আগে পরিকল্পনা করা হয়েছিল, এই
সরবরাহ ২০২৫ সাল নাগাদ করা হবে।
গত সপ্তাহে রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
ওয়েবসাইটকে দেওয়া এক
সাক্ষাত্কারে এ কথা বলেন রুশ
বিমান বাহিনীর ভারপ্রাপ্ত
ডেপুটি কম্যান্ডার মেজর
জেনারেল আলেকসান্দর
চেরনিয়ায়েভ। তিনি বলেন, আমার
মনে হয় প্রথম সরবরাহটি ২০২০ সাল
নাগাদ হবে।
রাশিয়ার দূরপাল্লার এভিয়েশান
কম্যান্ডার মেজর জেনারেল
আনাতোলি ঝিখারেভ বলেন,
বিমান বাহিনী নতুন স্ট্রাটেজিক
বোম্বার পেতে পারে ২০২৫ সালে।
চেরনিয়ায়েভ বলেন, নতুন
স্ট্রাটেজিক বোম্বারের আকার-
আকৃতি ও বাহ্যিক অবয়ব
ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রকেৌশলীরা এখন কাজ করছেন, এর
সুনির্দষ্টি অপারেশনাল
রিকোয়্যারমেন্টগুলো নিয়ে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
গত মাসের মাঝামাঝি নতুন
প্রজন্মের দূরপাল্লার স্ট্রাটেজিক
বোম্বার তৈরির নির্দেশ দেন। তখন
তিনি বলেছিলেন,
‘আমি জানি এটা বেশ ব্যয়সাপেক্ষ ও
জটিল। সায়েন্টিফিক-টেকনিক্যাল
দিক থেকেও কাজটা সহজ নয়। কিন্তু
আমাদের শুরু করা প্রয়োজন।
নইলে রাশিয়া পিছিয়ে পড়তে পারে।

No comments:

Post a Comment