Future Army of Bangladesh
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়িত মডিওলার গিয়ারস্। সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এতে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক সব যন্ত্রপাতি। প্রত্যেক সেনার জন্য খরচ হচ্ছে ৭ লাখ টাকা। আমাদের এই গিয়ারসকে আমেরিকা, রাশিয়া সহ যেকোন দেশের সেনাদের গিয়ারস্ এর সাথে তুলনা করা যায়। নিম্নে এর বর্ণনা দেওয়া হলো।
১. Night Vision Goggles (NVG):
আমাদের সেনাবাহিনীর নাইট ভিসন গোগালস সুইডেন থেকে আপগ্রেডকৃত। রাতে বা স্বল্প আলো যুক্ত জায়গায় যেমন: গুহা, গত্য, টানেল, সুরঙ্গ বা, অন্ধকার দালানে এটার সাহায্যে সহজেই শত্রু বা পথচলা যায়। টর্চ লাইটের মত কাজ করেও শত্রুকে আচঁ পেতে দেয় না।
২.Ballastic Kavler Halmet:
মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এই হেলমেট অত্যন্ত আঘাত সহিষ্ণু। খুব হালকা এবং শক্তিশালী আরমরের হেলমেটটি যেকোন গুলি বা আঘাত থেকে সৈন্যকে রক্ষা করে।
৩.Protective Eye Gears:
সৈনিকের চোখকে মারাত্মক বায়ূপ্রবাহ, ধুলা-বালি এবং উড়ন্ত বস্তুর হাত থেকে রক্ষা করে। এছাড়াও প্যারা জাম্পের মত উচ্চতাজনিত ট্রেইনিং, উচুঁ পাহাড় বা ঘন তুষারে চোখকে নিরাপদ রাখে।
৪. Bullet Proof Body Armour:
এটি স্থানীয়ভাবে আমাদের Bangladesh Ordinance Factory (BOF) তৈরি করে। ম্যালামাইন প্লেটেড এই আরমরটি সহজেই 7.62 x 39mm এর বুলেট সহ্য করতে পারে। এটি ন্যাটো বুলেট দ্বারাও পরীক্ষিত।
৫. ACOG SIGHT:
তাইওয়ানে নির্মিত ACOG SIGHT, BD-08 MK-II ভার্শনের সাথে সংযুক্ত। এই AR ভার্শনে চিরাচরিত Iron Sights ছাড়াও Red Dot Sight ও ACOG Sight সংযোজন করা যায়। রাইফেল স্থির রেখে বেশী দূরত্বে নির্ভুল গুলিবর্ষণের জন্য এটি ব্যবহার করা হয়।
৬. BD-08 MK-II:
BD-08 MK-II Assault Rifle বাংলাদেশে তৈরি BD-08 MK-I এর উন্নত ভার্শন।
৭. Hand to Hand Communicator:
যুদ্ধাবস্থায় শত্রু হতে আড়াল হতে সবসময় নিঃশব্দ থাকতে হয়। এমন অবস্থায় সহযোদ্ধাদের সাথে এমনকি দরকার হলে কমান্ড সেন্টার এর সাথে যোগাযোগের জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়।
৮. GPS System:
GPS System এই সকল সিস্টেমের সবচেয়ে দামি এবং উচ্চ প্রযুক্তির সিস্টেম। এর মাধ্যমে একজন সৈনিক সরাসরি উপগ্রহের সাথে যোগাযোগ রেখে তার ভৌগলিক অবস্থান নিশ্চিত করে এবং সামনে থাকা সম্ভাব্য বিপদ এবং শত্রু বাহিনীর অবস্থান সম্পর্কে জানতে পারে।
এই গিয়ারস্ এ সেনাবাহিনী সাজানোর প্রকিয়া শুরু হয়েছে। ২০১৭-১৮ সালের মধ্যে এই গিয়ারস্ এ পুরো বাহিনী সাজানোর পরিকল্পনা আছে।
No comments:
Post a Comment