এটা প্রায় নিশ্চিত যে বাংলাদেশ সেনাবাহিনীর তে ভবিষ্যৎ এ লাইট ট্যাংক (Light tank) কেনা হলে তা হবে চীনা VT-5. তবে এ খবর শোনার পর আমাদের অনেকের মনে প্রশ্ন উঠেছে যে, আমাদের কাছে যখন CV-90 এর মতো ভালো অপশন ছিলো তখন আমরা কেন চীনা VT-5 কিনতে গেলাম??
আসলে ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী Light Tank এর জন্য যে স্পেসিফিকেশন নির্ধারণ করেছে তাতে Light Tank এর নির্মাতা কে অবশ্যই Group-B এর দেশ হতে হবে অর্থাৎ এ শরতের মাধ্যমেই CV-90 এর মতো ইউরোপীয় ট্যাংক গুলা, বাংলাদেশ সেনাবাহিনী র ভবিষ্যৎ লাঈট ট্যাংকক হবার দৌড় থেকে ছিটকে গেসে। সেনাবাহিনী সম্ভবত দামের কারনে এ কাজটি করেছে, কারন সেনাবাহিনী চায় সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস কিনতে। তো গ্রুপ বি এর দেশগুলোর Light Tank এর মধ্যে চীনা VT-5 ই সেনাবাহিনী র সবগুলো রিক্রুয়ারমেন্ট চাহিদা পূরন করতে পেরেছে। পাশাপাশি এর দাম ও কম হবার কারনে সেনাবাহিনী VT-5 কেই Light Tank হিসেবে কেনার জন্য নির্ধারণ করেছে।
VT-5 হচ্ছে চীনা দের নিজেদের তৈরীকৃত একদম নতুন একটি লাইট ওয়েট মেইন ব্যাটেল ট্যাংক!এটি ওজনে অন্যান্য ভারী এমবিটি থেকে অনেকটাই হালকা এবং এটিকে প্রস্তুুত ই করা হয়েছে জঙ্গলে,পার্বত্য অঞ্চলে ওপারেট করার জন্যে।এটির মুল দিক হচ্ছে উন্নত মবিলিটি/চলাচল।এটি মাত্র ৩৩ থেকে ৩৬ টন কিন্তুু এতে অাছে ERA(এক্সপ্লোসিভ রিয়েক্টিভ অার্মার),কম্পোসিট অার্মার এবং অন্যান্য!তাছাড়া অাছে একটি ১০৫ এমএম এর বিদ্ধংসী কামান যা হয়ত অাগামীতে ১২০/১২৫ এমএম কামান দ্বারা রিপ্লেস করা হতে পারে।প্রস্তুুতকারক কম্পানি নরিনকো এর মতে এটি এয়ারবর্ন ট্রুপস রা ব্যাবহার করতে পারবে এবং এটি দ্বারা চীনা সেনাবাহিনীর T-62 এর বহর রিপ্লেস করা হবে।
মুল বিষয়াবলী
দৈর্ঘ : ৯.২ মিটার
উচ্চতা : ২.৫ মিটার
প্রসস্ত : ৩.৩ মিটার
ওজন : ৩৩ থেকে ৩৬ টন
অস্ত্র সস্ত্র
১টি ১০৫ এমএম এর কামান। (ATGM :?)
১টি ১২.৭ এমএম এর ম্যাসিন গান,১টি ৭.৬২ এমএম এর ম্যাসিন গান।
৪০এমএম এর ১টি গ্রেনেড লঞ্চার।
কবজ
ERA(এক্সপ্লোসিভ রিয়েক্টিভ অার্মার),কম্পোসিট অার্মার এবং অন্যান্য সুরক্ষা ব্যাবস্হা!
মবিলিটি
ইঞ্জিন : ডিসেল ইঞ্জিন
গতি : ৭০ কিঃমিঃ প্রতি ঘন্টায়
রেঞ্জ : ৪৫০ কিঃমিঃ
স্পেকস দেখে এটি প্রায় অন্যান্য ভারী এমবিটির সমান!এটির অাবার একটি সুবিধা অাছে যে অন্যান্য ভারী এমবিটি যেই জায়গায় পৌছাতে পারবে না এটি সেই জায়গায় নিজের শক্তি প্রদর্শন করতে পারবে যেমন পাহাড়ের উচায়।
তাছাড়া বাংলাদেশ বর্তমানে লাইট ট্যাংক ও এমবিটি এর খোজে অাছে!এটি হয়ত একটি যোগ্য প্রতিদ্বন্দী হতে পারবে!

No comments:

Post a Comment