রাশিয়ার তৈরি পরবর্তী প্রজন্মের টেকনোলজি ডেমন্সট্রেটর ফাইটার সুখোই এসইউ-৪৭ ব্যারকুট

রাশিয়ার তৈরি পরবর্তী প্রজন্মের টেকনোলজি ডেমন্সট্রেটর ফাইটার সুখোই এসইউ-৪৭ ব্যারকুট, ফাইটারটি বর্তমানে আন্ডার ডেভপলোমেন্টে রয়েছে, এসইউ-৪৭ টেকনোলজি ডেমন্সট্রেটর ফাইটার হওয়ায় এর সেন্সর এন্ড প্রোসেসিং সিস্টেম হবে অনেক উন্নত এবং শক্তিশালী হবে ইলেকট্রিক ওয়ারফায়ারেও, সেন্সর হিসেবে রয়েছে লং রেন্জ রাডার সিস্টেম,সেলফ ডিফেন্স জ্যামিং প্যাড ও রাডার জ্যামিং প্যাড, অস্ত্রসম্ভারে রয়েছে ১টি ২৩মিমি'র রিভোলার ক্যানন ও ১৪টি মিসাইল-রকেট হার্ডপয়েন্ট... সুখোই ১৯৯০ সালে থেকে নতুন ধরনের বিমান তৈরির কাজ শুরু করে যদিও তারা নিজেদের মত করে কাজ শুরু। পরবর্তীতে এই ধারাবাহিকতায় সু ৩৭ এবং সু ৪৭ বিমান তৈরি করা হয়।সর্বপ্রথম মিগ ৪১ ২০০০ সালে আকাশে উড়ে যা কিনা পরিকল্পনার ৯ বছর পর।শেষ পর্যন্ত মিগের এই বিমানের প্রকল্প বাদ করে দেওয়া হয়। রাশিয়া আবারও পরবর্তী প্রজন্মের বিমান তৈরির জন্য আহবান জানায়।এবার তাদের আহবানে সাড়া দিয়ে ইয়াকোলেব,মিকোয়ান এবং সুখোই এগিয়ে আসে।২০০২ সালে সুখোই এর পরিকল্পনা গ্রহন করা হয়।এর ৫ বছর পর ২০০৭ সালে ব্যয় কমানোর জন্য ভারতকে এই প্রজেক্টে নেওয়া হয়।যদিও আগে চীনকে আহবান করা হয়েছিল কিন্তু চীন রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করে!!

No comments:

Post a Comment