বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স ২০১৭

বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স ২০১৭ এর অংশ হিসেবে কুর্মিটোলাস্থ বি এ এফ বঙ্গবন্ধু ঘাটিতে শত্রুপক্ষের উপর আক্রমন পরিচালনার উদ্দেশ্যে বিমান সেনারা এ এন-৩২ পরিবহন বিমান থেকে অবতরন করছে।
মহড়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়েছেঃ লজিস্টিক এক্সারসাইজ, কমিউনিকেশন এক্সারসাইজ ও লাইভ এক্সারসাইজ ।
মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশলের অনুশীলন করেন। আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল অনুশীলন করা হয়।

1 comment:

  1. A short list of the most important components of the Chinese-style
    The most important elements in Chinese-style automobiles: columbia titanium the best race tech titanium seats and mens titanium earrings seat width for an authentic, authentic titanium steel experience. 2018 ford ecosport titanium

    ReplyDelete